Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৮ পিএম

খুলনার ডুমুরিয়া গ্রামের ফুলজাননেসা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার ছাত্র মোঃ মাশরাফি (১২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় মাদ্রাসার পুকুরে ঐ ছাত্রের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মোঃ মাশরাফি ডুমুরিয়া উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে।

সে ডুমুরিয়া ফুলজান্নেছা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার মাওলানা বিভাগের ছাত্র। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৩ টায় মাদ্রাসা ছুটির পরে সবাই বাড়ি চলে যায়। কিন্তু মাশরাফি বাড়িতে না যাওয়ায় তার বাবা মাদ্রাসাসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেন। কিন্তু মাশরাফিকে না পেয়ে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদ্রাসার পুকুরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এসময় লাশের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বলেন; শুক্রবার বিকেল থেকে ছাত্রটি নিখোঁজ ছিল। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদ্রাসার পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ