Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে জীবন্ত কই মাছ গলায় আটকে মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে গলায় কই মাছ আটকে হাফিজার রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে এ ঘটনা ঘটেছে। হাফিজার রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানায়, হাফিজার রহমান বাড়ির পাশে নিজের ডোবা জমিতে কারেন্ট জাল পাতিয়ে মাছ ধরতে যায়। এ সময় হাত দিয়ে জালে ফেঁসে যাওয়া মাছ ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। এরপর দাঁত দিয়ে কামড়ে ধরে কই মাছ ছাড়ানো শুরু করলে অসাবধানতাবশত মাছ গলার ভেতরে গিয়ে আটকে যায়। পরে অসুস্থ অবস্থায় স্বজনরা স্থানীয় পাঁচপীর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে হাফিজারের মৃত্যু হয়।
এব্যাপারে চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়া বলেন, গলায় কই মাছ আটকে এক কৃষকের মৃত্যু হয়েছে। থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ