Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ৪ জন। স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার। অপর ৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়রা জানান, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর পাটওয়ারী বাড়িতে টিনের ঘরের চালের কাজ করতে ছিলো সোহাগ মিয়া, লিটন হোসেন, দেলোয়ার হোসেন, সোহাগ, কাশেম ও আক্কাস।
ঠিক ওই ঘরের ওপর দিয়ে সঞ্চারিত ছিল বিদ্যুতের লাইন। অসাবধানতায় একটি টিন তারের সাথে লাগলে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (২৫) ও লিটন হোসেন (২৬) ঘটনাস্থলে মারা যায়।
এ সময় দেলোয়ার হোসেন মিস্ত্রী, সোহাগ মিস্ত্রী, কাশেম মিস্ত্রী ও আক্কাস মিস্ত্রী গুরুতর আহত হয়।
শাহরাস্তি থানার ওসি আবদুল মান্নান বলেন, ঘটনাটি শুনে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রেরণ করা হয়েছে। নিহতদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ