Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই’

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান বলেছেন, বর্তমান বিশ^ায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশ^ব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করেই বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রসারে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। যার ফলে দেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে। তিনি গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সি. আইটি. টি টেকনিক্যাল ইনস্টিটিউট আয়োজিত সনদপত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহরের ফারুকী পার্ক সংলগ্ন ইসলামিক সেন্টারের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার জোবাইর আহম্মেদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ড কারিকুলাম বিশেষজ্ঞ মোহাম্মদ গোলাম মহিউদ্দিন ভূইয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মো. লোকামান হোসেন, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং এন্ড রিসার্চ এসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোদাচ্ছের হোসেন সিরাজী প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত ৩শ’ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ