রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠির নলছিটিতে চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে গোলযোগ সৃষ্টির দায়ে ২ জনকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল শনিবার গনিত পরীক্ষা চলাকালীন সময়ে তাদের এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
অভিযুক্তরা হলেন, পৌর এলাকার নান্দিকাঠি নিবাসী মো. মাইনুল ইসলাম (৩৮) ও বরিশালের মো. মিরাজ হোসেন (২৬)। অভিযুক্তরা তাদের ভুল স্বীকার করেন এবং আগামীতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, দুইজন বহিরাগত পরীক্ষা কেন্দ্রে গোলযোগ সৃষ্টি করেছে বলে মর্মে খবর পেয়ে কেন্দ্রে গিয়ে তাদের পাওয়া যায় তাই পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।