Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে পুলিশ লাইনে জিএমপির অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে দগ্ধ ‌‌‌‌৫ ৪ সদস্যের তদন্ত কমিটি

গাজীপুর থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৬ পিএম

 

 

মোঃ দেলোয়ার হোসেন 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উড়ানোর জন্য আনা গ্যাস বেলুন বিস্ফোরণে কলকাতার কমেডি শো মিরাক্কেল এর অভিনেতা ও পুলিশের সদস্যসহ ৫ জন দগ্ধ হওয়ার ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জিএমপির ডিসি (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমানকে প্রধান করে এ তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, জিএমপির এডিসি (উত্তর) রেজনোয়ান আহমেদ, এসি (প্রসিকিউশন ফাহিম আশজাদ ও মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

শনিবার জিএমপির সহকারী কমিশনার (ডিবি-মিডিয়া) আবু সায়েম নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, এ কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে (জিএমপি) চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধনের কিছুক্ষণ পরেই গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন দগ্ধ হন। দগ্ধ ও আহত অন্যরা হলেন, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাঁরা সকলেই পুলিশের কনস্টেবল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার গাজীপুর পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এসময় ঘটনাস্থলের পাশেই মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। গাজীপুর পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আখতার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইজিপি ড.বেনজির আহমেদ।

এছাড়াও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, জেলা প্রশাসক আনিসুর রহমানসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, আয়োজিত অনুষ্ঠানের মূল মঞ্চের বাইরে উদ্বোধন মঞ্চ স্থাপন করা হয়। শুক্রবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে উদ্বোধন মঞ্চ ওঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় মূল্য মঞ্চের পশ্চিমপাশে অনেকগুলো আতশ বাঝি ফোটানো হয়। আতশবাঝি ফোটানোর সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিগণ পায়ড়া উড়িয়ে দেন। তারপরে জিএমপি চার বছর পূর্তি লেখা একটি প্ল্যাকার্ডসহ অনেকগুলো গ্যাস বেলুন একসাথে ওড়ানোর চেষ্টা করেন তারা। কিন্তু বেলুনগুলো আকাশে ওড়েনি। পরে অতিথিগণ বেলুন না উড়িয়েই সেখান থেকে মূল মঞ্চের সামনে নির্ধারিত আসন গ্রহণ করেন।

তারা আরো জানান, পরে কয়েকজন পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে ডেকে বেলুন না ওড়াতে ধমক দেন। তখন বেলুন বিক্রেতা নিজেই বেলুনগুলো ওড়ানোর চেষ্টা করেন। এসময় তিনিসহ অন্যরা বেলুনগুলো বাধন খুলে আলাদা করতে চান। তখন কেউ একজন আগুন দিয়ে বেলুনের সুতা পোড়ানোর জন্য গ্যাস ম্যাচ দিয়ে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কিন্তু আতশবাঝির শব্দের কারণে অনেকই বেলুন বিস্ফোরণের ঘটনাটি বুঝতে পারেননি। বেুলনের বিস্ফোরণের সময় পাশে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। তাৎক্ষনিকভাবে পুলিশ সদস্যরা তাঁদের গায়ে পানি ঢেলে আগুন নিভিয়ে দ্রুত তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মনিরা আক্তার জানান, অভিনেতা আবু হেনা রনির শরীরের ৪০ ভাগ, মোশাররফ হোসেনের ৩০ ভাগ ও অন্য ব্যক্তিরা ২০ ভাগ দগ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: রফিকুল ইসলাম জানান, ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় আবু হেনা রনি, মোশারফ ও রুবেল মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।



 

Show all comments
  • jack ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৩ পিএম says : 0
    অপরাধীরা নিপাত যাক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ