Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু সন্তানের সামনে প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যা

চুনারুঘাটে রাস্তা নিয়ে বিরোধ

হবিগঞ্জ জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আয়েশা আক্তার পলি নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। আয়েশা আক্তার পলি সৌদি আরব প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জারুলিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে মামুন মিয়া, গাবরু মিয়ার ছেলে মাসুক মিয়া , মেয়ে শেফা আক্তার ও মেয়ের জামাই শামিম মিয়ার সাথে গতকাল সকালে একটি রাস্তায় চলাচল নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উল্লেখিত ৪ জন উত্তেজিত হয়ে আয়েশা আক্তার পলির বসত ঘরে ঢুকে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও চুনারুঘাট থানার ওসি আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত পলির একমাত্র সন্তান শোয়েব মিয়া (৭) বাড়ীতে হৈ হুল্লুর দেখে ফ্যাল ফ্যাল করে সবার দিকে থাকিয়ে থাকে। সে বুঝতেই পারেনি তার মা আর নেই।

চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ