Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরের বীজ ও কৃষিঋণ পেলেন ৭৫০ কৃষক

স্টাফ রিপোটার, মাদারীপুর থেকে: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মাদারীপুর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সাড়ে ৭শ’ কৃষককে বিনামূল্যে উন্নত মানের বীজ ও কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আচমত আলী খান মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. সাহেদ আলী এই বীজ ও ঋণ বিতরণ করেন। ‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ’ কর্মসূচীর আওতায় মাদারীপুর সদর উপজেলার সাড়ে ৭’শ কৃষকের মধ্যে উন্নতজাতের দেড় কেজি সরিষা ও এক কেজি কালো জিরার বীজ এবং শতকরা ৪ শতাংশ সুদে ১৫ হাজার টাকা করে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। মাদারীপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সুমন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির ফরিদপুরের পিইপি প্রকল্পের নির্বাহী পরিচালক কল্লোল সরকার, মাদারীপুর পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সামসুন নাহারসহ অন্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ