Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৭ পিএম

কুড়িগ্রাম-তিস্তা রেল সড়কের রাজারহাট উপজেলার সুন্দরগ্রাম পুটিকাটা নামক স্থানে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেনে কাটা পরে অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহটি রেল লাইনের পাশেই পড়ে আছে এখনো।

স্থানীয়রা জানান, রংপুর এক্সপ্রেসের একটি শাটল ট্রেন কুড়িগ্রাম রেলস্টেশন থেকে ঢাকাগামী যাত্রীদের নিয়ে কাউনিয়া উদ্দেশ্য যাওয়ার সময় সুন্দরগ্রাম এলাকায় ওই ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো মরদেহটি রেল লাইনের পাশে পড়ে আছে। তবে আমরা জানতে পেরেছি উদ্ধার কাজ চালানোর জন্য লালমনিরহাট রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেটি লালমনিরহাট রেলওয়ে পুলিশের এলাকায়। তার পরেও যেহেতু আমাদের থানা এলাকায় হওয়ায় সার্বিক সহযোগিতা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ