Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে এখন পাতানো নির্বাচনের খেলা চলছে : ড. বদিউল আলম মজুমদার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:২২ পিএম

সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা মহানগর ও জেলা কমিটির যৌথ সভা আজ বৃহস্পতিবার রাত ৮টায় আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা। বিভাগীয় সম্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর পরিচালনায় সভায় অংশ নেন এড, তসলিমা খাতুন ছন্দা, অজান্তা দাস, মাহবুবুর রহমান খোকন,এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, নিজামুর রহমান লালু, এড. আনোয়ারা মমতাজ আন্না, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, খলিলুর রহমান সুমন, মাহবুবুল হক, মেরিনা যুথি, খালিদ জয় পাশা, রাজু প্রমূখ।


প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দেশে এখন পাতানো নির্বাচনের খেলা চলছে। এভাবে চলতে থাকলে দেশে বাসযোগ্য থাকবে না। এজন্য সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ করে এ অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ ভয়ানক পরিস্থিতির দিকে এগুচ্ছে। সব কিছু ভেঙ্গে পড়েছে। এ মূহুর্তে রাজনৈতিক সমঝোতা বড়ই প্রয়োজন। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে।

সভা শেষে সৈয়দ আব্দুল হাকিমের লেখা বই ‘বাংলাভাষার আন্দোলন ঢাকার পরে খুলনা’ প্রধান অতিথিকে উপহার দেয়া হয়। সভায় আগামী নভেম্বর মাসের মধ্যে খুলনা মহানগর ও জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ