Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মজুদ থাকায় জেলার পোরশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পরিদর্শক অহিদুল ইসলামের বিরুদ্ধে দুদকে মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয় স্থাপিত হওয়ার পর এটাই প্রথম মামলা । দুদক নওগাঁ জেলা কার্যালয় গতকাল বৃহষ্পতিবার জানিয়েছে দাখিলকৃত সম্পদ বিবরনীর চেয়ে ৮২ লাখ ৬৮ হাজার ৫২৭ টাকা অতিরিক্ত প্রমানিত হওয়ায় এ মামলা হয়েছে। পোরশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের খাদ্য পরিদর্শক অহিদুল ইসলামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলাধীন চকসিদ্ধেশরী গ্রামে। বর্তমানে নওগাঁ শহরের উকিলপাড়ায় ভিআইপি টাওয়ারে ডি-৯ নাম্বার ফ্লাটে বসবাস করেন।

গোপন সংবাদের ভিত্তিতে দুদক উক্ত অহিদুল ইসলামের সম্পদের হিসাব বিবরণী তলব করে। তিনি তার জ্ঞাত আয় হিসেবে ২৯ লাখ টাকা মূল্যের স্থাবর এবং ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অস্থাবর সর্বমোট ৬২ লাখ ৬০ হাজার টাকার সম্পদ রয়েছে বলে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উল্লেখ করে। পরবর্তীতে দুদক অনুসন্ধান চালিয়ে প্রাথমিক পর্যায়ে ৩৯ লাখ ১৭ হাজার ৪১০ টাকা স্থাবর ও ৫৮ লাখ ৮৪ হাজার ২০৭ টাকা অস্থাবর সম্পদ মিলিয়ে মোট ৯৮ লাখ ১ হাজার ৬১৭ টাকা মূল্যের সম্পদের সন্ধান পায়। পরবর্তীতে আরও গভীরভাবে অনুসন্ধান করলে দুদক তার স্থাবর অস্থাবর মিলিয়ে ১ কোটি ১৩ লাখ ৫১ হাজার ৬১৭ টাকার সম্পদের অনুসন্ধান লাভ করে। দুদক সংশ্লিষ্ট বিভিন্ন রেকডপত্র পর্যালোচনা করে উক্ত অহিদুল ইসলামের প্রকৃতভাবে ৩০ লাখ ৮৩ হাজার ৯০ টাকা বৈধ আয়ের সন্ধান পেয়েছে। এই হিসাব অনুযায়ী জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮২ লাখ ৬৮ হাজার ৫২৭ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছে যা দুনীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের প্রেক্ষিতে ঐ খাদ্য পরিদর্শক অহিদুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ