Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী এক লাখ ৭০ হাজার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৮ পিএম

এসএসসি পরীক্ষা বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে। নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা থাকায় পরীক্ষার্থীরা সকালে আগেভাগেই কেন্দ্রে পৌঁছে যায়। এ বছর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ৭০ হাজার ৩৭৭ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা ২৩ হাজার কম।

করোনার কারণে এ বছর পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে এবং পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে ৪০ মার্কের লিখিত ও ১৫ মার্কের এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব জানান, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন করে এক ৯৩ হাজার ৪০৪ শিক্ষার্থী। তাদের মধ্যে ফরম পূরণ করে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮ হাজার ৪২৪, মানবিক বিভাগে ১ লাখ ৯ হাজার ৫০৭ ও বাণিজ্য বিভাগে ২২ হাজার ৪৬ জন অংশ নিচ্ছে। যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫৪০টি স্কুলের পরীক্ষার্থীরা ২৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

বোর্ড চেয়ারম্যান আরো বলেন, পরীক্ষার দিন সকালে ট্রেজারি থেকে সিকিউরিটি খামের মাধ্যমে প্রশ্ন কেন্দ্রে পাঠানো হয়েছে। এবার পরীক্ষার্থীরা ৪০ নম্বরের লিখিত ও ১৫ মার্কের এমসিকিউ প্রশ্নের উত্তর দেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ