Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মিস গ্রান্ড ইন্টারন্যাশনাল ২০২২’-এ বাংলাদেশের প্রতিনিধি তিফা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৫ এএম

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস গ্রান্ড ইন্টারন্যাশনাল ২০২২’ এর ১০ম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী অক্টোবরে ইন্দোনেশিয়ায়। এই আসরের চূড়ান্ত পর্বে অংশ নেবেন ৬০টি দেশের প্রতিযোগী। এরমধ্যে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন ‘মিস গ্রান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২২’ নির্বাচিত মডেল ও সমাজসেবী তাওহিদা তাসনিম তিফা।

তাওহিদা তাসনিম তিফা বলেন, ‘আমি বাংলাদেশ থেকে আমার সেরাটা দিয়ে উপস্থাপন করতে চাই। আমার কাছে এই উপস্থাপন কোন ইন্টারন্যাশনাল খেলায় বাংলাদেশ এর হয়ে খেলার মতোই সম্মানের। অথচ দুঃখের বিষয় হলো, বাংলাদেশে মানুষ এখনো পেজেন্ট বলতে বোঝেন কেবল মিডিয়াতে কাজ করা। একটা ইন্টারন্যাশনাল টাইটেল জিতে সেই পরিচিতি ব্যবহার করে মেয়েরা যে রাজনীতিবিদ, বিজনেসওমেন, ফিলানথ্রপিস্ট, ডিপ্লোম্যাট হচ্ছেন; সে খবর আমরা কেউ রাখিনা। ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় যাবার আগেও আমরা অন্যান্য দেশের মতো আমরা তেমন স্পন্সর পাইনা। ভারত, ফিলিপাইনস, সাউথ আফ্রিকার মতো দেশে বড় বড় ডিজাইনাররা বিউটি পেজেন্টের মাধ্যমে তাদের দেশীয় পণ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে এগিয়ে আসেন। অথচ দুঃখের বিষয় বাংলাদেশে পেজেন্টের এইসব দিক আমরা বিবেচনা করিনা। হাসি তামাশা করে, ট্রলিং করেই উড়িয়ে দেই!’

তিনি আরো বলেন, ‘আশা করি, একদিন এই অবস্থার উন্নতি হবে। আমাদের দেশীয় ডিজাইনাররা আরো এগিয়ে আসবে, সাথে দেশের মানুষরাও বুঝবেন পেজেন্টে অংশগ্রহণের গুরুত্ব! যাই হোক, আপাতত সবার কাছে দোয়াপ্রার্থী যেন এত সীমাবদ্ধতার মধ্যেও ভালো কিছু করে দেখাতে পারি।’

জানা গেছে, ২৫ অক্টোবর ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাভা প্রোভিন্সির বোগর রিজেন্সিতে সেন্টুল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই সুন্দরী প্রতিযোগিতার জমজমাট আসর। এ আসরে অংশ নিতে ৩ অক্টোবর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিফা।

উল্লেখ্য, তাওহিদা তাসনিম তিফা এর আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ প্রতিযোগিতায় পঞ্চম স্থান এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এ সেরা দশে ছিলেন। এরপর ২০২২ সালে নির্বাচিত হন আনফরগেটেবেল বিউটি অব বাংলাদেশ ২০২২ এবং আরো ৬৪টি দেশের সাথে অংশ নেন ওয়ার্ল্ডস আনফরগেটেবেল বিউটি ২০২২ নামক একটি ফটো প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় তিফা মিস স্পিরিট উপাধি পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ