Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে মহাসড়ক

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জের তরফমনু গ্রামে করতোয়া নদীর তীরে জোরপূর্বক অন্যের জমি দখল করে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ফলে করতোয়া নদীর কোলঘেঁষা গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক যেমন হুমকির মুখে পড়েছে। অন্যদিকে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির প্রকৃত মলিক। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমির মালিক উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামের মৃত নবী বক্্সের পুত্র নজরুল ইসলাম দুলু’র অভিযোগে জানা গেছে, উপজেলার তরফমনু গ্রামের মৃত নবী বক্্সের পুত্র নজরুল ইসলাম দুলুর সাড়ে ৫ একর জমি একই গ্রামের মৃত মহসেন আলীর পুত্র মোকছেদ আলী এবং মোকছেদ আলীর ৪ পুত্র আবুল হোসেন, আবু বক্কর, মামুন মিয়া ও আরিফুল ইসলাম দীর্ঘদিন যাবত দখল করে শ্যালো মেশিন দিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে আসছিল। এব্যাপারে তাদেরকে বহুবার মৌখিকভাবে বাধা-নিষেধ করলেও চক্রটি তাতে কোনো কর্ণপাত না করে তাদের অপকর্ম চালিয়ে যাওয়া অব্যাহত রাখে। নিরুপায় হয়ে জমির মালিক নজরুল ইসলাম দুলু গত ৩১ মে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তার অভিযোগের ভিত্তিতে প্রশাসন বিষয়টি তদন্ত করে মোকছেদ আলীকে গ্রেফতার করে। পরে জরিমানাসহ মুচলেকা দিয়ে মোকছেদ আলী ছাড়া পায়। বেশ কিছুদিন বিরত থাকার পর চক্রটি আইন ও মুচলেকা অমান্য করে আবারো উক্ত জমিতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা বিক্রি করছে। এ অবস্থায় আবারো গত ৩০ অক্টোবর গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী জানান, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে প্রয়োজন হলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ