Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পেনশনের টাকা ছিনতাই

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা : দামুড়হুদার দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হামিদের পেনশনের ১০ হাজার ৩৫০ টাকা ছিনিয়ে নিয়েছে একদল সংঘবদ্ধ ছিনতাইকারীরা। গত সোমবার দুপুরের দিকে দামুড়হুদা সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। দর্শনা সরকারি কলেজের অবঃ অধ্যাপক আব্দুল হামিদ (৭৪) জানান, ওই দিন বেলা ১২টার দিকে দামুড়হুদা সোনালী ব্যাংক থেকে তার পেনশনের টাকা তুলে হেঁটে আসছিলেন। এ সময় ৩/৪ জন যুবক তার গায়ে কৌশলে মুরগির মল ছিটিয়ে দেয়। এরপর তারা আব্দুল হামিদের পিছু নেয় এবং দামুড়হুদা উপজেলা (চৌ-রাস্তার পাশে) মসজিদ বরাবর পৌঁছালে ছিনতাইকারীরা বলে, চাচা আপনার গায়ে কি যেন লেগে আছে। ছিনতাইকারীরা বলে চাচা আসুন পানি দিয়ে পরিষ্কার করে দিই। এরপর ছিনতাইকারীদের কেউ কেউ পানি দিয়ে পরিষ্কার করতে থাকে আর অন্যরা তার পকেট থেকে পেনশনের ১০ হাজার ৩৫০ টাকা কৌশলে নিয়ে নেয় সটকে পড়ে। পরে পকেটে কোন টাকা না পেয়ে বুঝলাম ওই যুবকেরা ছিনতাইকারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ