Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণের ২০ দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে আশা আক্তার (১৩) নামে এক মাদ্রসারা ছাত্রীকে অপহরণের ২০ দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অপহৃতা ছাত্রীর পিতা বাদী হয়ে মির্জাপুর থানায় মো. শিমুল মিয়া (৩০)সহ তিন জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপহৃতা মাদ্রাসা ছাত্রী উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের আনোয়ার হোসেনে মেয়ে। সে উপজেলার কররা কাওয়ালজানী দাখিল মাদ্রাসা থেকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছিল। পারিবারিক সূত্র জানায়, আশা গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছিল। পরীক্ষার ৫ দিন আগে ১৫ নভেম্বর মাদ্ররাসায় যাওয়ার পথে উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই মঈননগর গ্রামের সুলতান মিয়ার ছেলে ট্রাক চালক শিমুল (৩০)সহ কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর আশার পিতা আনোয়ার হোসেন ট্রাক চালক শিমুলসহ তিন জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেয়। এ ব্যাপারে মির্জাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ