Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যশোরে কারাগার ফাঁসির আসামিকে খাবার প্লেট দিয়ে জখম

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩১ পিএম

যশোর কেন্দ্রীয় কারাগারে আবদুল জব্বার (৪০) নামে এক ফাঁসির আসামিকে লোহার বস্তু দিয়ে জখম করেছে অপর ফাঁসির আসামি। আহতকে গুরুতর অবস্থায় যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার আবদুর রহমানের ছেলে। গত ৬ বছর ধরে তিনি যশোর কারাগারে রয়েছেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, বুধবার বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে পলাশ নামে এক ফাঁসির আসামি আবদুল জব্বারকে খাবার প্লেট দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হলে তাকে যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, কারাগার থেকে একজনকে ভর্তি করা হয়েছে। তার মাথায় লোহার বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার মাথায় ২৫টি সেলাই দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ