Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পিস্তল ও গুলিসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ায় বিদেশী পিস্তলসহ ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফয়েজ আহাম্মদকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার রাতে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দক্ষিণ লাঙ্গলমোড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড বুলেট, ১টি ম্যাগজিন, ৯ রাউন্ড কার্তুজ ও একটি রামদা জব্দ করা হয়। ছাগলনাইয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর ফয়েজ আহাম্মদকে গতকাল মঙ্গলবার ফেনী কোর্ট হাজতে প্রেরণ করা হয়। র‌্যাব-৭ জানায়, ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দক্ষিণ লাঙ্গলমোড়া গ্রামস্থ ফোরম্যান বাড়ির ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সিদ্দিকী এন্টারপ্রাইজের ম্যানেজার ফয়েজ আহাম্মদ এলাকায় ত্রাস সৃষ্টির লক্ষ্যে অস্ত্রসহ তার বসতঘরে অবস্থান করছে। পরে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ ফয়েজ আহাম্মদকে ধরতে সক্ষম হয়। সে ওই গ্রামের মৃত মজল হকের (সুলতান ফোরম্যান বাড়ি) পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ছাগলনাইয়া থানায় মামলা হয়েছে। ফেনী র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম সন্ত্রাসী ফয়েজ আহাম্মদকে অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ফয়েজ আহাম্মদের স্ত্রী তাসলিমা আক্তার অভিযোগ করে সাংবাদিকদের জানান, তার স্বামী ফয়েজ আহাম্মদ ষড়যন্ত্রের শিকার। তাকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ