রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা সংবাদদাতা : করিডোরের মাধ্যমে ভারত থেকে গরু এনে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে আটক আব্দুল আজিজ (৩১) নামের এক গরু ব্যবসায়ীকে গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল আজিজ তার সহযোগী একই এলাকার তাহের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২) সম্প্রতি ভারত থেকে ৪টি গরু অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে। যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা। এ ব্যাপারে ডিমলা উপজেলার বালাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান বাদি হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন। সূত্র জানায়, ওই গরু ৪টি বিজিবি উদ্ধার করে মঙ্গলবার পাটগ্রাম শুল্ক কার্যালয়ে হস্তান্তর করেছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার রাতে আব্দুল আজিজকে আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।