বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জোড়ামতল এলাকার একটি মুদি দোকান থেকে জব্দকৃত ২ হাজার লিটার অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বতে এসব তেল প্রতি লিটার ১১০টাকা হিসেবে বিক্রি করা হয়। এসময় তেল পেতে হাজারো মানুষ হুমড়ি খেয়ে পড়েছেন। ফলে বেলা দেড়টার মধ্যে সব তেল শেষ হয়ে গেলে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান শতশত নারী-পরুষ।
সূত্রে জানা যায়্, গত ৭ আগষ্ট সীতাকুণ্ড উপজেলার জোড়আমতল এলাকার একটি মুদি দোকানে বিপুল পরিমান টিসিবির সয়াবিন তেলের সন্ধান পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাত হোসেন। এসময় তিনি দোকান ও পাশের একটি গোডাউন থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেন। টিসিবির পণ্য বিক্রি করার দায়ে দোকানী মোঃ মাসুদকে জেল হাজতে পাঠানো হয় তখন। এদিন বুধবার
তেলগুলো খোলা বাজারে প্রতি লিটার ১১০টাকা করে জনপ্রতি দুই লিটার ২২০ টাকা দামে বিক্রি শুরু হয়। এর আগে সামাজিক মাধ্যমে এই তেল বিক্রির ঘোষণা দেওয়া হলে অনেক আগে থেকেই হাজারো নারী-পরুষ উপজেলা পরিষদ মিলনায়তনে ভিড় জমান। তবে নারীরা শিশুদের কোলে নিয়ে দীর্ঘ লাইনে দাড়য়ে ছিলেন তারা। এতে কম মূল্যে তেলের জন্য হুমড়ি খেয়ে পড়তে দেখা তাদের। কিন্তু প্রত্যেকেই ২ লিটার করে তেল নিলে বেলা দেড়টায় দিকে সব তেল শেষ হয়ে যায়। ফলে শতশত নারী-পুরুষ তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান গন্তব্যে। এবিষয়ে জানতে চাইলে
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, জব্দকৃত ব্টিসিবির সয়াবিন তেল চট্টগ্রাম থেকে সংগ্রহ করে জোড়আমতল এলাকার মাসুদ নামক এক ব্যবসায়ী মজুদ করেছিলেন। খবর পেয়ে আমি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ হাজার লিটার তেল ঐ এলাকা থেকে জব্দ করি। আর এই তেল বুধবার সকাল থেকে বিক্রি করার ঘোষণা দিলে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতা সাধারণ। মাত্র তিন ঘন্টায় সব তেল বিক্রি হয়ে যায়। এতে তেল না পেয়ে ফেরত যান অনেকে। তবে খারাপ লাগলেও কিছুই করার ছিলনা আমাদের। তারিখেঃ-১৪/৯/২০২২.শেখ সালাউদ্দিন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।