রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে স্থানীয় এক আ’লীগ নেতার সহায়তায় স্কুলশিক্ষকের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রবীণ স্কুলশিক্ষক আব্দুল জলিল জানান, সাভারের পানধোয়া গ্রামের বড়ওয়ালিয়া মৌজায় তার পৈতৃক ১৮ শতাংশ জমি সম্প্রতি স্থানীয় আ’লীগ নেতা ও পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সহায়তায় আব্দুল লতিফ জমিটি দখলের চেষ্টা করে। পরে কোনো উপায় না পেয়ে আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করা হলেও দখলের চেষ্টা অব্যাহত রাখে তারা। এ ঘটনায় দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে কয়েকটি সাধারণ ডায়েরিও করা হয়। তিনি অভিযোগ করে বলেন, সাভার সার্কেলের এএসপি নাজমুল হাসানের কক্ষে একাধিকবার সুরাহার জন্য বসা হলেও কোনো কাজ হয়নি। দখলের চেষ্টাকারীরা উল্টো বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে। পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষক পরিবারটি। এ প্রসঙ্গে পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, দুই ভাইয়ের পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এলাকার জনপ্রতিনিধি হিসেবে তাদের বিরোধ মেটানোর চেষ্টা করেছি। কিন্তু তারা কোনো বিচার মানে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।