Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

স্কুলের সম্পত্তি দখল করে বাড়ির রাস্তা ও গেট নির্মাণ চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি দখল করে বাড়ির গেট ও রাস্তা নির্মাণ নিয়ে গ্রামবাসী ও দাতা সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউস জানান, বিদ্যালয় সংলগ্ন পালের বাড়ির লোকজন দীর্ঘ কয়েক বছর যাবৎ বিদ্যালয়ের সম্পত্তিতে দোকানপাট করে দখলে রেখেছে। সম্প্রতি তারা বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে বাড়ির রাস্তা করে রাতের অন্ধকারে বাড়ির গেট নির্মাণের প্রস্তুতি নেয়। কিন্তু এলাকাবাসীর তোপের মুখে তা ভেস্তে যায়। বিষয়টি সমাধান করতে গত সোমবার দুপুরে উপজেলা আ’লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, শিক্ষা অফিসার, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বৈঠকে বসলে দাতা সদস্য ও গ্রামবাসীর মধ্যে হট্টগোলের সৃষ্টি হলে তা সমাধান করতে ব্যর্থ হয়। সৃষ্ট ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ম্যানেজিং কমিটির সভাপতি মো: ইউসুফ হারুন তুহিন বলেন, পালের বাড়ির লোকজন টাকা দিয়ে গেট নির্মাণ করলেও নাম হবে প্রতিষ্ঠানের ভূমিদাতার নামে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান মোল্য­া বলেন, প্রতিষ্ঠানের ২৯ শতাংশ সম্পত্তি রক্ষা করতে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। সভাপতিকে গেট নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এরপরও কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেন, পালের বাড়ির লোকজন, এলাকার সুধীজন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করে সমাধান করা হবে। তবে উভয় গ্রুপের মধ্যে ছাড় দেয়ার মন-মানসিকতা থাকতে হবে। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু ইউসুফ বলেন, কাগজপত্রের আলোকেই সমস্যা সমাধান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ