Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালভার্টের গর্ত এখন মরণফাঁদ

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ পৌর শহরে কালভার্ট ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। রাতের আঁধারে হরহামেশায় কালভার্টের ভাঙায় পড়ে আহত হচ্ছে পথচারীরা। জানা গেছে, সুন্দরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে পুলিশ স্টেশনের সামনের রাস্তায় নির্মিত কালভার্টটির মাঝখানে ঢালাই ধসে পড়ে গর্তের সৃষ্টি হয়। শহরের ব্যস্ততম এই সড়কে কালভার্টটির গর্তের অংশে রয়েছে শুধু লোহার রড। প্রতিদিন শত শত লোক চলাচল করা এই সড়কে পথচারীসহ স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা লোহার রডে পড়ে আহত হচ্ছে। বেশি দুর্ঘটনা ঘটছে রাতের বেলায়। দিনের বেলায়ও মোটরসাইকেল, রিকশা, বাই সাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল করছে সাবধানে। কালভার্টের মাঝখানে ভেঙে যাওয়ার মাস অতিক্রম করতে চললেও পুনঃনির্মাণ বা মেরামতের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। পথচারী শফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার কোচিং ছুটির পর রাতে বাড়ি যাওয়ার সময় ২জন ছাত্র বাই সাইকেলসহ কালভার্টের ভাঙায় পড়ে আহত হয়েছে। এব্যাপারে পৌর মেয়রের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে কালভার্টটি মেরামত বা পুনর্নির্মাণ অতিব জুরুরি হয়ে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ