Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা করায় প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের লোহাগাড়ায় মামলা তুলে নিতে সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকিতে বসতবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার। মামলার বিবরণীতে জানা যায়, লোহাগাড়া উপজেলার চুনতি পানত্রিশা উত্তর পাড়ায় গত ১২ নভেম্বর সন্ধ্যা অনুমানিক সাড়ে ৫টার সময় ছৈয়দ আহাম্মদ (৫০) ও তার স্ত্রী আয়েশা আক্তার, একই এলাকার কালু মিয়ার পুত্র মো. ওসমান ও তার স্ত্রী পারভীন আক্তার, ফরিদুল আলমের স্ত্রী আছমা আক্তার, আরবান আলীর স্ত্রী সাজেদা বেগম, সর্ব সাং পানত্রিশা লোহাগাড়াগং তাদের দলবল নিয়ে কিরিচ, রামদা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালালে মোস্তাক আহাম্মদের পুত্র মো. ইউনুছ ও তার স্ত্রী মমতাজ বেগমসহ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়। এ সময় সন্ত্রাসীরা ২৫ হাজার টাকা দামের মোবাইল সেট, ৫০ হাজার টাকা দামের স্বর্ণের চেইন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়। এ বিষয়ে লোহাগাড়া থানায় মামলা না নেয়ায় চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ ব্যাপারে মোস্তাক আহমদ বাদী হয়ে ২০ নভেম্বর মামলা দায়ের করেন। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ইউনুছ মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মামলা হবার পরও সন্ত্রাসীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সন্ত্রাসীরা প্রাণনাশের ভয় দেখিয়ে বাদীকে মামলা তুলে নেবার জন্য চাপ দিচ্ছে। অন্যথায় সপরিবারে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। তাদের ভয়ে ইউনুছের পরিবার এলাকা ছাড়া হয়ে গেছে। তারা এ ব্যাপারে প্রশাসনের কাছে আইনি সহায়তা কামনা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ