Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরার শ্যামনগরে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ৫:২৭ পিএম

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাশিমাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি। আটককৃত যুবকের নাম মোনায়েম হোসেন সরদার (৩১) । তিনি কাশিমাড়ি গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে।

পুলিশ জানায়, সে জামায়াত শিবিরের সমর্থক।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শ্যামনগর উপজেলার কাশিমাড়ির গ্রামের মোনায়েম হোসেনের বাড়িতে এসআই সুধাংশু ও এসআই আসাদসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় পুলিশ মোনায়েমের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ