বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে মিজানুর রহমান (৪৫) নামে এক গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার ডবলমুরিং থানার মনসুরাবাদ হাজী মসজিদ এলাকায় একটি নর্দমার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মিজানুর রহমান সোমবার রাতে মোবাইলে ফোন পেয়ে বাসা থেকে বেরিয়েছিলেন বলে পরিবারের দাবি। তার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। নগরীর মুরাদপরে একটি গার্মেন্টে কাজ করতেন তিনি। প্রথম স্ত্রীকে নিয়ে নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনি এলাকার চার নম্বর ভবনে থাকতেন তিনি।
ডবলমুরিং থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, সোমবার রাত ১০টায় মিজানুর রহমানের মোবাইলে একটি ফোন আসে বলে আমাদেরকে জানিয়েছেন তার প্রথম স্ত্রী। ফোন পেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। সকালে হাজী মসজিদ এলাকায় রেলওয়ের ডক ইয়ার্ডের সীমানা দেয়াল সংলগ্ন নালার পাশে একটি লাশ পড়ে আছে জানতে পেরে আমরা সেখানে যাই।
তিনি বলেন, নিহতের ডান বাহুতে বড় আঘাতের চিহ্ন আছে। এছাড়া পিঠের বাঁ পাশে ধারালো অস্ত্রে দুটি আঘাতও আছে। তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।