Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত সম্পন্ন

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ২:৪৪ পিএম

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা আজ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাওলানা মো. জমসের জোড় ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করে।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি মাওলানা গিয়াস উদ্দিন বলেন, হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণে গত ০২ ডিসেম্বর (শুক্রবার) ভোর থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। এই পাঁচদিন মুসল্লিরা জিকির, বয়ান ও খোদার দরবারে ফরিয়াদ করেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমা সম্পন্ন হয়।

আগামী ১৩ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৫ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব। চারদিন বিরতির পর ২০ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২২ জানুয়ারি (রোববার) শেষ হবে দ্বিতীয় পর্ব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ