রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের নলডাঙ্গায় পিতা মৃত আফছার আলীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ছেলে মুরশিদুল ইসলাম কে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এসময় ১০ হাজার টাকা জরামানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই রায় দেন। তারা নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ আগষ্ট জোড় করে সম্পত্তি লিখে নিতে চাইলে পিতা মৃত আফছার আলীর সাথে ছেলে মুরশিদুল ইসলামের ঝগড়া শুরু হয। এ সময় পিতা সম্পত্তি লিখে দিতে না চাইলে ছেলে মুরশিদুল ক্ষিপ্ত হয়ে পিতার গলা টিপে ধরে। এতে ঘটনাস্থলেই পিতার মৃত্যু হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের মেয়ে আর্নিকা বেগম বাদী হয়ে তার আপন ভাই মুরশিদুল ইসলামকে অভিযুক্ত করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত মুরশিদুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত মুরশিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। দীর্ঘ ৪ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক মঙ্গলবার আসামি মুরশিদুল ইসলামের উপস্থিতিতে এই রায প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।