Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলে জনকে ব্যর্থতার স্বাধীনতা দিয়েছেন ডেনজেল ওয়াশিংটন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাবা ডেনজেল ওয়াশিংটনের কাছে কী শিখেছেন জানতে চাইলে অভিনেতা জন ওয়াশিংটন বলেন, ‘ব্যর্থ হবার স্বাধীনতা, ব্যর্থতার ওপর বেড়ে ওঠার উপায়। অসফল হলে, তাতে অস্বস্তি আছে তবে শিল্পী হিসেবে সাফল্য পাবার পথও আছে।’
অচিরেই অগাস্ট উইলসনের ‘দ্য পিয়ানো লেসন’ নাটক দিয়ে ব্রডওয়েতে জনের অভিষেক হবে। ১৯৮৫ সালের পুলিতজার জয়ী এই নাটকে অভিনয় করেই ডেনজেল ১২ বছর আগে টোনি জয় করেন। জন বাবার রূপায়িত চরিত্রেই অভিনয় করবেন।
নাটকটির এক সংবাদ সম্মেলনে জন বলেন, ‘আমার বাবা যখন আমাকে অভিনয় করতে দেখছে, তখন কি আমি নার্ভাস থাকি? ঠিক জানি না, হবে হয়তো। আমি হয়তোবা এ নিয়ে ভাবিই না, কারণ আমি পরিচালকের নির্দেশনা অনুসরণেও ব্যস্ত থাকি। জানি আমার নার্ভাস হবার সময় আছে কীনা।’ ব্রডওয়েতে ‘ফেন্সেস’ নাটকে অভিনয়ের পর ডেনজেল ২০১৬তে এই চিত্রনাট্য নিয়ে চলচ্চিত্র পরিচালনা করেছেন এবং সেরা অভিনেতা বিভাগে অস্কার মনোনয়ন লাভ করেন। অক্টোবরে জনের সঙ্গে প্রথম মঞ্চায়নে ‘দ্য পিয়ানো লেসন’-এ সঙ্গ দেবেন স্যামুয়েল এল. জনসন। জন ‘বয় উইলি’ চরিত্রে অভিনয় করবেন, জ্যাকসন ১৯৮৭তে একই ভূমিকায় অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ