প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের সুপারস্টার সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’-এর পোশাকের আউটলেট আজ ঢাকায় যাত্রা শুরু করছে। এক ভিডিও বার্তায় সালমান খান নিজে এ ঘোষণা দেন। তিনি জানান, তার পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লথিং’ ঢাকায় আউটলেট চালু করতে যাচ্ছে। বনানীতে এর প্রথম আউটলেটের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা এবং সালমান খানের ভাই সোহেল খান, তার ভাগ্নে আয়ান অগ্নিহোত্রী এবং প্রতিষ্ঠানটির সিইও সঞ্জীব রাও। বাংলাদেশে ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর ফ্র্যাঞ্চাইজি রেহান রহমান ও মোহাইমিন মোস্তফা। উল্লেখ্য, সালমান খান তার এই দাতব্য প্রতিষ্ঠানটি স¤প্রসারণের অংশ হিসেবে ২০১২ সালে চালু করেন ‘বিয়িং হিউম্যান ক্লথিং’। বর্তমানে ১৫টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির আউটলেট রয়েছে। এ ছাড়া বিশ্বব্যাপী ৫০০টি স্টোর-ইন-স্টোর এবং ৭৫টি এক্সক্লুসিভ আউটলেট রয়েছে। বিয়িং হিউম্যান ক্লথিং-এর লাভের একটি অংশ ‘বিয়িং হিউম্যান : দ্য সালমান খান ফাউন্ডেশন’-এ দেয়া হয়। এটি ভারতের মুম্বাইয়ে অবস্থিত। ফাউন্ডেশনটি সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।