Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমির মঞ্চে ‘স্কুইড গেম’-এর বাজিমাত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪২ পিএম

লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে বসেছিল ৭৪তম এমি অ্যাওয়ার্ডের আসর। এবার তারকাদের মেলা বসেছিল এমির আসরে। হলিউড টিভির খ্যাতনামা অনুষ্ঠান ও তারকাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মান। এমিতে সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) হয়ে ইতিহাস গড়লেন দক্ষিণ কোরিয়ান সুপারস্টার লি জং-জে। ‘স্কুইড গেম’ সিরিজে অনবদ্য নৈপুণ্যের সুবাদে তার হাতে উঠলো এই স্বীকৃতি। এবারই প্রথম এশিয়ার কোনও অভিনেতা পুরস্কারটি জিতলেন।

পুরস্কার হাতে নিয়ে লি জং-জে বলেন, ‘‘টেলিভিশন অ্যাকাডেমি, নেটফ্লিক্স ও পরিচালক হোয়াং ডং হিউককে ধন্যবাদ। বাস্তবে আমরা যেসব সমস্যার মুখোমুখি হই সেগুলো দুর্দান্ত চিত্রনাট্যের মাধ্যমে সৃজনশীলভাবে পর্দায় তুলে ধরা হয়েছে। ধন্যবাদ জানাতে চাই স্কুইড গেম টিমকে। কোরিয়ায় এটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।’’

টেলিভিশনের ‘অস্কার’তুল্য এমি অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক (ড্রামা সিরিজ) হয়েছেন হোয়াং ডং হিউক। তিনি একইসঙ্গে ‘স্কুইড গেম’-এর পরিচালক, গল্পকার ও নির্বাহী প্রযোজক।

হোয়াং ডং হিউক বলেন, ‘‘১২ বছর সময় নিয়ে ‘স্কুইড গেম’-এর উত্তেজনাপূর্ণ প্রথম মৌসুম বানিয়েছিলাম। কিন্তু এটি নেটফ্লিক্সের সর্বকালের সেরা সিরিজ হয়ে যেতে ১২ দিন লেগেছে। বিশ্বজুড়ে দর্শকদের ভালোবাসায় আমি আপ্লুত। আমাদের সিরিজটি দেখার জন্য ও পছন্দ করায় সবাইকে ধন্যবাদ। এবার জি-হান ফিরছে, দ্য ফ্রন্ট ম্যান ফিরছে, দ্বিতীয় মৌসুম আসছে। নতুন মৌসুমের জন্য আমাদের সঙ্গে আরেকবার যোগ দিন।’’

সব মিলিয়ে এই বছর এমির মঞ্চে ১৪টি পুরস্কারের জন্য মনোনীত ছিল 'স্কুইড গেম'। যার মধ্যে থেকে ৬টি পুরস্কার উঠেছে 'স্কুইড গেম' টিমের হাতে। এই সিরিজের জন্যেই অভিনেত্রী লি ইউ মি সম্মানিত হয়েছেন পার্শ্ব অভিনেত্রী হিসেবে। এছাড়াও তিনটি টেকনিক্যাল পুরস্কার পেয়েছে এই সাড়াজাগানো সিরিজ। ভিজ্যুয়াল এফেক্টস, স্টান্ট পারফরম্যান্স এবং প্রোডাকশন ডিজাইন বিভাগে সেরা 'স্কুইড গেম'।

‘স্কুইড গেম’ ছাড়াও এবারের আসরে ছিল এইচবিও-এর জয়জয়কার। এইচবিও জিতেছে এগারোটি পুরস্কার। ডিজনি ও অ্যাপল জিতেছে চারটি করে পুরস্কার। আর নেটফ্লিক্সের ঘরে গিয়েছে তিনটি পুরস্কার।

এবার সর্বোচ্চ ২৫টি মনোনয়ন জেতা ‘সাকসেশন’ সেরা ড্রামা নির্বাচিত হয়েছে। ম্যাথিউ ম্যাকফ্যাডিয়ান পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। লিমিটেড সিরিজ শাখায় সেরা হয়েছে ‘দ্য হোয়াইট লোটাস’। পাশাপাশি সেরা রচনা, সেরা পরিচালক সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কারও জিতেছে এটি। ‘অ্যাবোট এলিমেনটারি’-তে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন শেরিল লি রাল্ফ। দ্বিতীয় কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ