বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি টেক্সটাইল মিলে কাজ করার সময় গরম পানিতে দগ্ধ হয়েছে দুই শ্রমিক। সোমবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- হেল্পার মো. জুয়েল (২২) ও অপারেটর নেসার উদ্দিন (২৫)।
তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
চিকিৎসাধীন অবস্থায় জুয়েল জানান, তারা ফতুল্লার ‘রহমান নিট গার্মেন্টস’ নামে একটি টেক্সটাইল মিলে কাজ করেন। রাতে যখন তারা কারখানাতে কাজ করছিলেন তখন ডাইং মেশিন থেকে গরম পানি ছিটকে তাদের শরীরে পড়ে। মেশিনটির ঢাকনা ভালোভাবে লক করা হয়নি বলেই এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, জুয়েলের শরীরে ২৬ শতাংশ ও নেসারের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। নেসারকে আইসিইউতে রাখা হয়েছে। দু’জনের অবস্থাই গুরুতর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।