Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে বিনিয়োগে তুর্কি ব্যবসায়ীদের প্রতি আহ্বান

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের সেমিনার

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : তুরস্কের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসার আহ্বান জানিয়েছে আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস। এ জন্য সম্প্রতি আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা বিষয়ক একাধিক সেমিনারের আয়োজন করে। সর্বশেষ সেমিনারটি গতকাল আঙ্কারা চেম্বার অব কর্মাসের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারগুলো তার্র্কিশ এয়ারলাইনস্, তার্র্কিশ চেম্বার, বাংলাদেশের এফবিসিসিআই এবং বেজা-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।
ইতোপূর্বে তুরস্কের ইস্তাম্বুুল, ইজমির এবং কৌনিয়াতে তিনটি একই ধরনের সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারগুলোতে আশাতীত পর্যায়ে স্থানীয় আগ্রহী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেমিনারগুলোতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ-সুবিধার উপর বক্তব্য এবং বাংলাদেশের উপর প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। সেমিনারে বাংলাদেশের পক্ষ থেকে এফবিসিসিআইয়ের প্রতিনিধি আশরাফ হক চৌধুরী এবং বেজা’র পক্ষ থেকে দাউদ মিয়া উপস্থিত ছিলেন।
তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী তার উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের কৌশলগত ভৌগলিক অবস্থান, ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দূরদর্শী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি তার বক্তব্যে জোর দিয়ে উল্লেখ করেন যে, অদূর ভবিষৎ বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে একটি অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।
উপস্থাপনা শেষে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা সম্পর্কে নানা ধরনের প্রশ্ন উত্থাপন করেন। ইস্তাম্বুুলে বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দীন তার সমাপনী বক্তব্যে সেমিনারের মূল আলোচনার সারমর্ম উপস্থাপন করেন। বাংলাদেশ দূতাবাস আঙ্কারা বাংলাদেশের ভাবমূর্তি এবং অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার জন্য অনুরূপ প্রচেষ্টা অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ