Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

নীলফামারীর তিনটি আসনে জামায়াতের তিন প্রার্থীর প্রাথমিক তালিকা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩২ পিএম

সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা শুরু করেছে জামায়াতে ইসলামী! নীলফামারীর তিনটি আসন থেকে দলীয় প্রার্থীদের একটি তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এটি জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার প্রাথমিক তালিকা বলে দাবি করছেন দলটির নেতারা।
ফেসবুকে প্রকাশিত তালিকামতে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে দলের জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার; নীলফামারী-২ (নীলফামারী সদর) আসনে দলের জেলা নায়েবে আমির ড. মো. খায়রুল আনাম ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে দলের সৈয়দপুর উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুয়ীদের ফেসবুক আইডি থেকে গত শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে প্রকাশ করা হয় তালিকাটি। এরপর এ নিয়ে আলোচনা শুরু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল মুয়ীদ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল মুনতাকিমের ছোট ভাই।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক যেহেতু দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, তাই স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে জেলা শাখা। তবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি কেন্দ্রীয় কমিটির দেওয়া সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে।’
(১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার এ বিষয়ে আওয়ামী লীগের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. মোখছেদুল মোমিন বলেন, ‘নিবন্ধন বাতিল হওয়ায় দলটির নির্বাচন করার কোনো সুযোগ নেই, এটা নিশ্চিত। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামী নীলফামারীতে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে।’
মোখছেদুল মোমিন আরও বলেন, ‘ফেসবুকে এমন তালিকা প্রকাশ করার উদ্দেশ্য জানার চেষ্টা করছি। পাশাপাশি সাংগঠনিকভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগ মাঠে নামতে প্রস্তুত থাকবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ