বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী থেকে পঞ্চগড়গামী এই ট্রেন সরদহ স্টেশন অতিক্রম করার সময় পিছনের একটি বগির আটটি চাকা লাইন থেকে নেমে যায়।
রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেসের বগি ট্রেন লাইনচ্যুত হয়ে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার রাত ৯টা ৫০ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশনে প্রবেশ করার সময় পিছনের একটি বগি লাইন থেকে নেমে যায়।
রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম জানান, সাড়ে ৯টার দিকে রাজশাহী স্টেশন থেকে পঞ্চপড়ের উদ্দেশে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ছেড়ে যায়। সরদহ স্টেশন অতিক্রম করার সময় পিছনের একটি বগির আটটি চাকা লাইন থেকে নেমে যায়।
এতে লাইনের ক্ষতি হয়েছে; এ কারণে আপ ও ডাউনের দুইটি ট্রেন বর্তমানে আটকা পড়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, লাইনচুত বগি রেখে ট্রেনটি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও বগি উদ্ধারে ঈশ্বরদিকে জানানো হয়েছে। সেখান থেকে রিলিফ ট্রেন এসে বগি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।