Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘুদের নিশ্চিহ্নের প্রক্রিয়া চলছে

মাইনরিটি প্রতিবেদন ২০১৬ উন্মোচনে বক্তারা

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, পাকিস্তান আমলের মতো এখন রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করার প্রক্রিয়া চলছে। আওয়ামী লীগ সরকারের মদদে একটি গোষ্ঠী এ কাজ চলিয়ে যাচ্ছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মাইনরিটি প্রতিবেদন ২০১৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সংখ্যালঘুর অস্তিত্ব মানে গণতন্ত্রের অস্তিত্ব। সংখ্যালঘুর অস্তিত্ব মানে রাষ্ট্রের অস্তিত্ব। সুতরাং সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের অভ্যন্তরে যে সহিংসতা চলছে তার উদাহরণ টেনে রানা দাশ বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। যারা ৭১ সালে পাকিস্তানের পক্ষ হয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়েছে তারাই এখন আবার ৭১-এর মতো বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের বিতাড়িত করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের সময় ১ কোটি মানুষ উদবাস্তু হয়েছিল। তার মধ্যে ৯০ লাখ ছিল সংখ্যালঘু ছিল বলে দাবি তার। অনুষ্ঠানে সৈয়দ আবুল মকসুদ ও ব্যারিস্টার সারা হোসেন বক্তৃতা করেন। সৈয়দ আবুল মকসুদ বলেন, সার্কভুক্ত ৬টি দেশের ওপর এ প্রতিবেদনটি তৈরি হয়েছে। এ সব দেশে সংখ্যালঘুদের ওপর চালনো নির্যাতন বন্ধ এবং তাদের রক্ষায় অনেকগুলো সুপারিশ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ