রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে মো. ফরুদ ইসলাম (২০) নামের এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর মসজিদ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের মো. ভুট্টু প্রাং এর ছেলে। নিহত শিক্ষার্থী ফরুদ ইসলাম ওই এলাকার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানাযায়, রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় ফরুদ ইসলাম। ফরুদ ইসলামের মৃগী রোগ ছিলো। গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে দুপুর আনুমানিক ২টার দিকে পুকুরে গোসল করতে যান স্থানীয় এক ব্যক্তি।
গোসল করতে গিয়ে তার পায়ের সাথে ফরুদের লাশ বেঁধে যায়। পরে তিনি ডাক চিৎকার দিলে স্থানীয়রা লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক ভাবে সকলেই ধারণা করছেন মৃগী রোগে আক্রান্ত থাকার কারণে গোসল করতে গিয়ে ডুবে যায় ফরুদ ইসলাম।
চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল মতিন জানালেন, পানিতে ডুবে একজন মারা গিয়েছে এমন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে তিনি রওনা হয়েছেন।
সরেজমিনে গিয়ে মুল ঘটনা জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।