Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আইএসপিআর : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ৪ ডিসেম্বর কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অব:) শেখ খালিদ আল-জারাহ্ আল-সাবাহ্ ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতে উভয়ই কুয়েতে নিয়োজিত বাংলাদেশ সেনাসদস্যের দক্ষতা, উঁচুমানের পেশাদারিত্ব ও আন্তরিকতার ভ‚য়সী প্রশংসা করেন। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর চার দিনের (০৩-০৬ ডিসেম্বর ২০১৬) সরকারি সফরে বাংলাদেশ সেনাপ্রধানের নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। ওই প্রতিনিধি দলটি কুয়েত সফর শেষে আগামী ০৬-০৯ ডিসেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত কাতার সফর করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ