বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা। একাধিক সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে জেলা বিএনপির কমিটির মেয়াদ শেষ হয়েছে। বিভিন্ন জটিলতার কারণে কমিটি গঠন করতে পারছে না তারা। ফরিদপুরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের এ নিয়ে গ্রæপিংও হয়েছে। সাম্প্রতিক ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠন করার জন্য প্রতিনিধি সম্মেলন প্রথমে ১২ নভেম্বর, পরে তারিখ পরিবর্তন করে ১৪ নভেম্বর নির্ধারণ করা হয়। ব্যাপকভাবে মাইকিং করে প্রচার- প্রচারণা চালানো হয়। ঠিক একদিন আগে ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা শহীদ পারভেজ সম্মেলনে সভাপতিত্ব করবেন বলে আলাদাভাবে মাইকিং করেন। ক্ষুব্ধ হন চলমান সভাপতি শাহজাদা মিয়া। যিনি সম্প্রতি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ঠাÐা মাথায় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। কেন্দ্রীয় কমিটির নেতা হাফিজ উদ্দিন আহমেদ ঘটনা জানতে পেরে ১৪ নভেম্বরের প্রতিনিধি সম্মেলন স্থগিত করেন এবং ৩০ নভেম্বর ঢাকা ভাসানী মিলনায়তনে আবার নতুনভাবে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন। ফরিদপুর থেকে শতাধিক নেতাকর্মী ওই সম্মেলনে উপস্থিত হলেও অনুষ্ঠান চালকালীন ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটলে আবার প্রতিনিধি সম্মেলন বন্ধ হয়ে যায়। এ নিয়ে ফরিদপুরের জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। অপর দিকে ফরিদপুর জেলা বিএনপির সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দুই নেতা। একজন হচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও অপরজন কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুল হাসান পিংকু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।