Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট মহানগরীতে এডিস মশার লার্ভা পেলে ‘জরিমানা’!

মাইকিং করে হুশিয়ারি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৮ পিএম

সিলেট মহানগরীতে কারো বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বা পরিত্যক্ত স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেলেই গুনতে হবে জরিমানা। এ বিষয়ে দুদিন থেকে নগরজুড়ে মাইকিং করাচ্ছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

সূত্র জানায়, এডিস মশার বংশবিস্তার রোধে কয়েকদিনের মধ্যে সিলেটে অভিযান চালাবে সিটি করপোরেশন। এ বিষয়ে মাইকিং করে মহানগরীর বাসাবাড়ির আঙিনা থেকে শুরু করে বাড়ির ছাদসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে বলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ। এ ছাড়া বাড়ির ভেতরে-বাহির কোথাও পানি জমা না রাখতে মাইকিং করে আহ্বান জানানো হচ্ছে। সিটি কর্পোরেশনের নির্দেশনা না মানা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলে মাইকিংয়ের মাধ্যমে হুশিয়ারি তুলে ধরা হচ্ছে সিসিকের পক্ষে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কোথাও এডিসের লার্ভা বা বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে এ মশার বংশ বিস্তার করতে পারে এমন পরিবেশ পাওয়া গেলে মোবাইল কোর্টেও মাধ্যমে জরিমানা করা হবে। ডেগু প্রতিরোধে সংশ্লিষ্টদের কর্মতৎপরতার পাশাপাশি সচেতনতার বিকল্প নেই নগরবাসীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ