Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে বসে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কটূক্তি’, কুলাউড়ায় গ্রেফতার হলেন ছোট ভাই ইউপি সদস্য মনু !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কটূক্তিমূলক এবং রাষ্ট্রবিরোধী’ পোস্ট দিয়েছেন মৌলভীবাজার কুলাউড়ার যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব ভুট্টো। এমন অভিযোগে গ্রেফতার করা হয়েছেন তার ছোট ভাই ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল মুক্তাদির মনু। গত ৯ সেপ্টেম্বর রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার স্থানীয় থানা পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয়েছে কারাগারে। আব্দুর রব ভুট্টো উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভাটুৎগ্রাম গ্রামের মৃত নছর মিয়ার পূত্র।


স্থানীয় সূত্র জানায়, আব্দুর রব ভুট্টো এখন যুক্তরাজ্যে প্রবাসী। দেশে থাকাকালে আব্দুর রব ভুট্টো কুলাউড়া থেকে প্রকাশিত স্থানীয় ‘সাপ্তাহিক হাকালুকি’ ও ‘বেনীআসহকলা’ পত্রিকায় কিছুদিন ছিলেন কর্মরত। এ ছাড়া ছিলেন শীর্ষ নিউজের কুলাউড়া প্রতিনিধিও। বর্তমানে ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামক ফেসবুক পেজের সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ সেই পেজের মাধ্যমে দিয়ে তিনি ‘দেশবিরোধী’ অপ্রচার চালাচ্ছেন। এদিকে, পুলিশের হাতে গ্রেফতারকৃত তার ছোট ভাই আব্দুল মুক্তাদির মনু রাউৎগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। এর আগেও ৪ বার নির্বাচিত হয়েছিলেন তিনি। বর্তমানে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে পালন করছেন মনু।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, ‘যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব ভুট্টো ফেসবুকে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্র বিরোধী পোস্ট দিচ্ছেন, এমন তথ্য রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। তার সঙ্গে ছোট ভাই ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনুর কোনো যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখতে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় তাকে। এরপর আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন মনুকে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ