Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশের জনগণ বরাবরই অন্যধর্মের প্রতি সহিষ্ণু

নওগাঁয় খাদ্যমন্ত্রী

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশের মানুষ আবহমানকাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এ দেশে কখনও পূজাকেন্দ্রিক অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশেষ করে নওগাঁ জেলার মানুষ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছেন। বাংলাদেশের আপামর জনগণ বরাবরই অন্য ধর্মের মানুষের প্রতি সহিষ্ণু।

খাদ্যমন্ত্রী গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতিসভায় ভার্চূয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল করিম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দিন খান টিপু বক্তব্য রাখেন। খাদ্যমন্ত্রী বলেন আসন্ন দূর্গপূজা উৎসবে সকলকে সজাগ থাকতে হবে।

দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে নিরাপদে পূজামণ্ডপগুলোতে আসতে পারে সে ব্যাপারে প্রশাসনসহ প্রত্যেকটি পূজা মন্ডপ কর্ত্তৃপক্ষের সতর্ক দৃষ্টি রাখতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ