Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান,পাঁচ ব্যবসায়ীর জরিমানা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৮ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে নকল পন্য বিক্রয়,মুল্য তালিকা প্রদর্শন না করা সহ মেয়াদ উর্ত্তীণ মালামাল সংরক্ষণের অপরাধে পাঁচ মুদি ব্যবসায়ীর কাছ থেকে১৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় পৌর বাজারে এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। অভিযান পরিচালনাকালে ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনের ৩৮ধারায় পৌর বাজারের সন্তোষ ষ্টোরকে ৩ হাজার টাকা,একই অপরাধে চঞ্চল ষ্টোরকে ৫ হাজার টাকা ও রস্তম ষ্টোরকে ৫হাজার টাকা এবং নকল বিড়ি বিক্রয়ের অপরাধে ৪৫ ধারায় রাফিয়া ষ্টোরকে ৫ হাজার টাকাসহ পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে কাঁচাবাজার এলাকায় মালা ক্লিনিক নামের চিকিৎসা কেন্দ্রের পল্লি চিকিৎসক মজিবর রহমান কে অপরিছন্ন পরিবেশ ও নিজ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করায় সতর্ক করা হয়। এসময় দিনাজপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জগদীশ চন্দ্র মহন্ত,জেলা ভোক্তা অধিকার অফিসের কম্পিউটার অপারেটর এরশাদ আলীসহ জেলা পুলিশ সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, এর আগেও ব্যবসায়ীদের মুল্য তালিকা প্রদর্শনের বিষয়ে বারবার বলা হয়েছে। কিন্তু তারা সে বিষয়ে পদক্ষেপ নেইনি। তাই মুল্য তালিকা না থাকায় তিনটি মুদি দোকানীকে ১৩হাজার টাকা এবং একটি দোকানে নকল হরিণ বিড়ি বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সেইসাথে একজন পল্লী চিকিৎসককে সর্তক করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ