Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইজিপির কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

প্রতিবেদন না দেয়ায়

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিচারপ্রার্থী এক সিএনজি অটোরিকশা চালককে আসামি করার বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী প্রতিবেদন না দেয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে তাকে এই ব্যাখ্যা দিতে হবে। গতকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। চট্টগ্রামে একটি অটোরিকশা চুরির পর সেটি উদ্ধার করলেও মূল মালিককে ফিরিয়ে দেয়নি পুলিশ। কিন্তু অটোরিকশাটি ফিরিয়ে না দিয়ে তার বিরুদ্ধেই প্রতারণা মামলা করেন বাহিনীটির এক কর্মকর্তা। পরে তাকে জেলও খাটতে হয়। পরে মামলাকারী পুলিশ কর্মকর্তা আইজিপিকে চিঠি লিখে জানান, তার ঊর্ধ্বতন দুই কর্মকর্তার নির্দেশে এই মামলা দিতে বাধ্য হন তিনি। ওই অটোরিকশা চালক এরই মধ্যে কারাগার থেকে বের হয়ে মারা গেছেন। পরে সব জানতে পেরে হাইকোর্টে আবেদন করেন তার ছেলে। এরপর হাইকোর্ট আইজিপির কাছে প্রতিবেদন চায়। কিন্তু সে প্রতিবেদন তিনি জমা না দিয়ে সময় আবেদন করেন। এরপর আইজিপির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আবেদনের পক্ষে ছিলেন নূর মোহাম্মদ আজমি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইজিপি

৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ