Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিগ্রহণে ক্ষতিপূরণ হবে জমির দামের তিনগুণ

মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের পরিমাণ দামের দেড়গুণ থেকে বাড়িয়ে তিনগুণ করতে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম-দখল আইন, ২০১৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ভূমির ক্ষতিপূরণ দেড় গুণের মধ্যে আছে, নতুন আইন হলে সেটা তিনগুণ হবে। অর্থাৎ, কোনো ভূমির দাম এক কোটি টাকা হলে তার সঙ্গে আরও দু’শ’ পারসেন্ট যুক্ত হয়ে তিন কোটি টাকা হবে।
ক্ষতিপূরণ দেয়ার সময় ১২ মাসের জমি কেনাবেচার দলিলের গড় বিবেচনায় নিয়ে জমির দাম নির্ধারণ করা হবে বলে জানান শফিউল।
এতদিন জমি অধিগ্রহণের সময় ক্ষতিপূরণ দেয়া হতো ১৯৮২ সালের একটি অধ্যাদেশ অনুসরণ করে। সামরিক শাসনের সময় জারি করা ওই অধ্যাদেশ উচ্চ আদালতের নির্দেশে বাংলা করে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে এই নতুন আইন হচ্ছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
তিনি বলেন, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম-দখল আইনের খসড়া আরও যাচাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করতে আইনমন্ত্রীকে দায়িত্ব দিয়েছে মন্ত্রিসভা।
আইনটি ‘জটিল’ বিবেচনা করে খসড়া চূড়ান্ত করার জন্য আইনমন্ত্রীকে প্রধান করে ভূমি সচিব ও প্রতিরক্ষা সচিবকে রেখে একটি কমিটিও করে দেয়া হয়েছে। এই কমিটিতে প্রয়োজনে আরও সদস্য নেয়া যাবে। আইনটি ব্যাপকভাবে জনস্বার্থ সম্পৃক্ত হওয়ায় আরও পরীক্ষা-নিরীক্ষা করতে আইনমন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়েছে, বলেন শফিউল।
তিনি জানান, কোন উদ্দেশ্যে ভূমি অধিগ্রহণ করা হবে তা স্পষ্ট করতে আইনে ‘পাবলিক পারপাস’ ও ‘পাবলিক ইন্টারেস্ট’- শব্দ দুটোর সংজ্ঞা ও বিশ্লেষণ আইনে সন্নিবেশিত করতে বলা হয়েছে।
শফিউল আলম বলেন, মন্ত্রিসভা ১৯৭২ সালের বাংলাদেশ কলেজ অব ফিশিশিয়ান এ্যান্ড সার্জন অর্ডার আইনটির স্থলে বাংলা ভাষায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এ্যান্ড সার্জন এ্যাক্ট-২০১৬ অনুমোদন করেছে।
সচিব বলেন, নতুন আইনটি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিসা ব্যক্তিত্ব তৈরি করে স্বাস্থ্য সেবা খাতে উন্নয়নে সহায়তা করবে।
তিনি বলেন, এতে এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষা ও কৃতকার্য শিক্ষার্থীদের সনদ প্রদানে ২০ সদস্যের কাউন্সিল অব দ্য কলেজ এবং কলেজের কর্মকা- পরিচালনায় ৭ সদস্যের নির্বাহী কমিটি গঠনের প্রস্তাব রয়েছে।
কাউন্সিলের অন্যান্য কর্মকান্ডের সঙ্গে বিভিন্ন পরীক্ষার জন্য এক্সিমিনিশন বোর্ড নিয়োগের ক্ষমতা থাকবে। কাউন্সিল চার বছরের জন্য ১৬ জন সদস্য ফেলো সরকার নিয়োগকৃত ৪ জনকে নিয়ে গঠিত হবে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ সদস্যদের ভোটে ২ বছরের জন্য নির্বাচিত হবেন। কাউন্সিল স্নাতকোত্তর কোর্স, গবেষণা কার্যক্রম, প্রশিক্ষণ, সিম্পোজিয়াম, কর্মশালা, প্রদর্শনী ও আলোচনার আয়োজন করবে। বৈঠকে পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধনী) অধ্যাদেশ ২০১৬ অনুমোদিত হয়।
বৈঠকের শুরুতে কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।



 

Show all comments
  • Suvro Saha ৬ ডিসেম্বর, ২০১৬, ১:৪৯ এএম says : 1
    ata akta valo uddog
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্ত্রিসভা

১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ