বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশিয় মাসের ঐতিহ্য ফেরাতে বিশেষ নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। গতকাল বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলা চত্ত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এইসব কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, মৎস্য সম্পদ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ আমাদের সবাইকে রক্ষা করতে হবে। পাশাপাশি সকলের মাঝে মাছ চাষে আগ্রহ বাড়াতে হবে। বর্তমানে অনেক তরুণ চাষীরা পড়াশোনা শেষে বাণিজ্যিক ভাবে মাছ চাষ করছে এবং তারা অধিক লাভবান হচ্ছে। বাংলাদেশ এখন সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ। আমরা বিশ্বাস করি মৎস্য উৎপাদনের দিক দিয়ে ও আমরা স্বয়ং সম্পূর্ণ।
এ সময় উপজেলা নির্বাহি অফিসার ফারুক সুফিয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।