বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর পাংশায় একটি বিদেশি পিস্তলসহ একজন ও অস্ত্র মামলার ২ জন আসামিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে পাংশা থানার অস্ত্র আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি কুষ্টিয়া জেলার খোকসা থানার একতারপুর ঈশ্বরদী গ্রামের মো. আতিয়ার শাহের ছেলে মো. আকাশ আলীকে পাংশা থানার কলিমহর ইউনিয়নের দক্ষিণ খোদ্দবসা গ্রাম থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করে। তার বিরুদ্ধে পাংশা থানার অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
গতকাল এসআই তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অস্ত্র মামলার আসামি পাংশা উপজেলার পরানপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে নয়ন হোসেন ও দক্ষিণ খোদ্দবসা গ্রামের হযরত আলীর ছেলে মো. আশরাফুল ইসলামকে গ্রেফতার করেন।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, গ্রেফতারকৃত অস্ত্রধারী ও অস্ত্র মামলার ৩ আসামিকে গতকাল রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।