Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভূমিহীনদের ন্যায্য অধিকারের দাবি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ভূমিহীনদের ন্যায্য অধিকারের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরে যাত্রী ছাউনী মোড়ে জনসংগঠনের উদ্যোগে খাস জমি বন্দোবস্ত জটিলতা নিরসনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্যের বাজার মূল্য কমানোর দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, জনসমর্থনের সভাপতি কবিরাজ মূর্মূ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আবু তাহের, ভূমিহীন হাজরাসহ আরো অনেকে। মানববন্ধন শেষে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, উপজেলায় ৯৩টি গ্রামের দরিদ্র ভূমিহীনদের নিয়ে গড়ে ওঠা গ্রামভিত্তিক সংগঠনের ৭ হাজার ৮শ’ ৯৮ জন দরিদ্র ও ভূমিহীন নারী-পুরুষ সদস্য রয়েছে। সংগঠনের সদস্যরা বলেন, বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এদেশে শতকরা ৩৬ জন মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। স্মারকলিপির মাধ্যমে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ব্যক্তিদের বর্তমান বাজার মূল্য সাথে সংগতি রেখে মাসিক ভাতার পরিমাণ ১৫শ’ টাকা বৃদ্ধিসহ ১৫টি দাবি জানিয়েছে সংগঠনটি। মানববন্ধনে আবু তাহের ও হাজরাসহ অনেকে আশ্রয়ন প্রকল্পের ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে এমন বক্তব্য দিলেন। বক্তারা ৩নং হোসেনগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আক্কেলসহ পিআইও অফিসের অফিস সহকারী শাহনেয়াজ ও জনৈক তহসিদারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছে।

অভিযুক্ত শাহনেয়াজের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ