বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার কৃষি বিভাগের তরফে বারবার সার সংকট নেই বলা হলেও আমন চাষিরা সার পাচ্ছেনা । পাশাপাশি পেলেও কিনতে হচ্ছে বেশি দামে। গত সপ্তাহ জুড়েই বগুড়ায় চলছে সার নিয়ে ভানুমতির খেলা ।
বগুড়ার শেরপুর, কাহালু ,নন্দীগ্রাম, গাবতলী, বগুড়া সদর ও ধুনটে সারের সংকট বেশি। ১১শ টাকার ইউরিয়া সার বিক্রি হচ্ছে ১৩/১৪শ এবং ৮শ টাকার ডিএপি বিক্রি হচ্ছে হাজার টাকায় । চাষিদের অবস্থা দিশেহারা। খোঁজ নিয়ে জানা গেছে বগুড়ার ৫জন সার ডিলার যথাক্রমে আলহাজ¦ আবুল কালাম আজাদ,ইমরান হোসেন রিবন,আলমগীর হোসেন, কনক পারভেজ এবং মতিয়ার রহমান পাইকারের নেতৃত্বাধীন পৃথক ৫টি সিন্ডিকেট বগুড়ার ১৬৩জন সার ডিলারের ডিও কিনে নিয়ে সার ব্যবসা নিয়ন্ত্রন করে ।
সাধারণ সার ব্যবসায়ীরা জানান, প্রশাসন, বিসিআইসি ও কৃষি কর্মকর্তাদের খুশি করেই বগুড়ায় সিন্ডিকেটবাজি চলে । পত্রিকায় খবর বের হলেই মাঝে মাঝে অভিযানের নাটক করে প্রশাসন। বগুড়ায় সার ব্যবসার নয়ছয় কারবার নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশ হয়েছে ইনকিলাব পত্রিকায়। অবস্থার প্রেক্ষিতে বগুড়া জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি ও বিসিআইসি কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকও করেছেন। ওই বৈঠকে কৃষিবিভাগ থেকে জানানো হয়েছে বগুড়ায় চাহিদার তুলনায় কিছু বেশিই সারের মজুদ রয়েছে।
ভুক্তভোগি চাষিদের অভিমত সার যদি থাকবেই তাহলে তারা কেন সার সার পাচ্ছেননা কেন ? কেনেইবা তাদের বেশি দামে কিনতে হচ্ছে ইউরিয়া, ডিএেপি ও টিএসপি সার ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।