রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলার দুর্গম এলাকার একশিং তাড়াই গ্রামে ঘরে ঢুকে এক গৃহবধূ ও তার দুই মেয়েকে মারপিট করে বাড়ির মালামাল লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহতরা হলো- ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী কাজল বেগম (৪২), মেয়ে মিমি খাতুন (১৩) ও আয়েশা খাতুন (১৮)। এদের মধ্যে কাজল বেগম ও মেয়ে মিমিকে নাটোর সদর হাসপাতালে এবং অপর মেয়ে আয়েশাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চলতি বছরের রোববার রাতে চলনবিলের দুর্গম বড়গ্রামের সাবেক ইউপি সদস্য মোজা ও তার ভাই হাসেম খুন হয়। এই জোড়া খুনের মামলার আসামি হয়েছেন আহত গৃহবধূ কাজল বেগমের স্বামী ইউনুস আলী। ওই ঘটনার পর থেকে ইউনুস আলী পলাতক থাকলেও তার স্ত্রী ও দুই মেয়ে বাড়িতে থাকতো। রোববার গভীর রাতে একদল দুর্বৃত্ত সুযোগ বুঝে তাদের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে এলোপাথারি ভাবে মা ও দুই মেয়েকে মারপিট ও কুপিয়ে জখম করেন। এ সময় তারা বাড়ির চাল-ডালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। সিংড়া থানার ওসি জানান, এখনো কোন অভিযোগ পাইনি। কাজল বেগম বলেন, নিহত সাবেক ইউপি সদস্য মোজাইয়ের ভাই মোবারকের নেতৃত্বে একদল সশস্ত্র যুবক এই ঘটনার জন্য দায়ী। তারা তাদের মারপিট করে বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।